★★→ -বাচ্চা মেয়ে আমাকে বলছে,,,,😥😥😥😥
-দানো আনতেল ওই দুটু (দুষ্টু)মেয়েতা আমাল চকেত খেয়ে নিছে।😣😣 -আমি দেতে চায়নি তবু কেলে নিছে,,,,আল আমাল চুল খুলে নিছে,,(খোলা ঝুটি টাকে দেখিয়ে)
-আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলাম,বাচ্চাটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদছে।😥😥😥 -আমি বাচ্চা কথা শুনে বিচুটি রানীর দিকে তাকালাম।দেখলাম ও বাচ্চাটার দিকে এমন করে, তাকিয়ে আছে।
যেন বাচ্চাটা আমাকে ওর কাহিনী বলে দেওযাতে।ও বাচ্চাটাকে ধবংস করে দিবে🤔🤔🤔🤔🤔আমি রাসেলের কাছের গেলাম।কিছু কথা বলে।ওই বাচ্চাটাকে নিয়ে, সামনের দোকান থেকে অনেক চকলেট কিনে দিলাম।
☺☺☺☺ -রাসেল কেক কাটলে।তারপর আমরা কেক খেয়ে 🍞,,,এক পাশে সোফাতে বসলাম।বন্ধুরা সবাই আড্ডা দেওযার জন্য। -হঠাৎ মনে হলো,কে যেন দুহাতে কেক নিয়ে।আমার দুগালে কেক মাখিয়ে নিল।
আমার এসব মোটেও পছন্দ না।আমি পেছনে ঘুরেদেখলাম।বিচুটি রানী খাম্বার মত দাড়িয়ে আছে।তারপর আমতা আমতা করে বলছে,,,,🙄🙄🙄🙄
-এয়ে মানে আমি রাসেল ভাইয়া মনে করসি।আর কোনদিন এমন করবো না।আমাকে মাফ করে দেন।কেঁদে দিছে,,,😥😥😥 -আমি কিছুক্ষন ওর দিকে তাকিয়ে।কোন রকম হাসি চাপিয়ে😆😎।
ওর দিকে রাগি চোখে তাকালাম।😎ওকে বললাম,তারাতারি টিস্যু নিয়ে এসে মুছে দাও।
-এখুনি। ও টিস্যু এনে আমার গালের কেক মুছে দিলো।আমি ওকে সরি বলতে বললাম,,,, -sorry,,,,,,,,😥😥
-it,s okk..😏বলে মুখটা ঘুরিয়ে নিলাম।আর দেখলাম ও সেই -একটা ভৌ দৌড়।আমার বন্ধু এতক্ষণ এসব দেখছিল। ও -যাওযার পর।বন্ধুরা সবাই হাসিতে ফেটে পড়লাম।🤣😂🤣🤣🤣😂😂😂
-আমি রাসেলকে উদেশ্য বললাম।ও এখানে কেন?আর ওর নাম কি,,,,,,??🎎🎎🎎🎎🎎 -রাসেলের থেকে ওর নামটা জানলাম।ওর নাম -রুহি,রাসেলের কাজিনের ফ্রেন্ড।ওরা জানতে চায়লো।আমি ওকে,কি করে চিনলাম।
-(ওদের সব বললাম,রুহি আমার সাথে এতদিন কি করছে) -এটাও জানলাম,রুহি রাসেলকে টেডি দিছে।আমি রাসেল বলে।রুহির দেওয়া টেডি নিলাম।
-এজন্য আমাকে ওদের treat দিতে হয়েছে।🍔🍿🍕🧀 বাসায় এসে ফ্রেস হয়ে।শুয়ে পড়লাম।বারবার রুহির -পাগলামি গুলো মনে পড়ছে😀😀।
একা একা -হাসছিলাম,,,অবশেষে কি ওই বিচুটি রানীর প্রেমে পড়লাম নাকি,,,,,৷ ☺☺☺☺ ওদিকে রুহি রাগে মাথা ফেটে যাচ্ছে।ও কোন রকম বাসায় গিয়ে।ওয়াশরুমে ডুকে গেলাম।
কিছুক্ষন পর,বাপি এসে ডাকতে লাগলো,,,,,😮😮😮 আমি বাপি কে বললাম বাপি এখন আমি রেগে আছি তুমি। -আমি পরে কথা বলবো,,,,,😥😥😥😥 -ওই কুওার ডিম।
বেয়াদব, নাইজেরিয়া,বানরের দাদা আমাকে দিয়ে, কেকে মুছানো,,,,,না তোকে আমি ছাড়ছি না।😣😣😣😣😣😣 এভাবে ২ মাস কেটে গেছে।
কেউ আর কারো সাথে দেখা হয় নি,,,,,,🎗🎗 একদিন কলেজে রুহিদের ক্লাস চলছিল।সেই টিচারের দিকে তাকিয়ে দেখে।তার অনেক বড় ভুড়ি।
তখন রুহি খাতা কলম নিয়ে ভুড়ি আকাতে বিজি ছিল,,,,📝 -স্যার এসে,এই মেয়ে কি করো,,,,stand up😶 -জি sir......😊
-এই মেয়ে তুমি কি করছো,,,, পড়াশোনাই মনোযোগী হও,,,,নাহলে ক্লাসথেকে বের করে দিব,,,,🤔 -রুহি ফট করে বলে উঠলো,স্যার আপনি আমনার পেটে -নজর দিন।বোতাম গুলোর তো যাই যাই অবস্থা।
আমাকের -বের করার আগে।ভেবে দেখবেন একদিন আপনার বউ না -আপনাকে বের করে দেয়।,,,,,😂🤣😂 -ক্লাসের সবাইঃ😂😂😂😂😂😂😂😂 -স্যারের মুখটাঃ😮😮😮😮😮 আর রুহিঃ😎😎😎😎😎😎
-স্যার বললেন যাও,এবারের মত মাফ করলাম।তারপর স্যার -হনহন করতে করতে চলে গেলো,,,,, 😂😂😂😂😂😂
-আমি ক্লাস থেকে বের হলাম।আমি, সুমি, সুইটি মিলে ফুচকা -খেতে গেলাম।😚😚😚 খাওযার পর বাসায় চলে গেলাম।
-বাসায় গিয়ে সাওয়ার নিলাম।বাপি মা সাথে লাঞ্চ করে,একটা ঘুম দিলাম।🙂🙂🙂🙂 ঘুমে থেকে উঠে ছাদে গেলাম।ফুল গাছে পানি দিলাম।তারপর যখন ছাদ থেকে নামতে,যাব তখন দেখলাম, কেউ একজন,,,,
😋😋😋😋😎😎
0 Comments