📗কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।

📕গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে; দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে

📘আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর

📓স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
 কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
 জাগবে হঠাৎ চমকে!
 ভাববে বুঝি আমিই এসে
 ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
 ধরতে গিয়ে দেখবে যখন
 শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
 বেদনাতে চোখ বুঁজবে-
 বুঝবে সেদিন বুঝবে!

📗তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
 আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
 সখার কারা-বন্ধ!
 বন্ধু তোমার হানবে হেলা
 ভাঙবে তোমার সুখের মেলা;
 দীর্ঘ বেলা কাটবে না আর,
 বইতে প্রাণের শান- এ ভার
 মরণ-সনে বুঝ্বে-
 বুঝবে সেদিন বুঝবে!

📖যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
 অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
 বুঝবে সেদিন বুঝবে।

📖আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর

📒বসন্ত মুখর আজিদক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি

📘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
 অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
 বুঝবে সেদিন বুঝবে।চপল বিদ্যুতে হেরি সে চপলার
 ঝিলিক হানে কণ্ঠের মণিহার,
 নীল আঁচল হতে তৃষিত ধরার পথে
 ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা।।

📘খেলে চঞ্চলা বরষা-বালিকা
 মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
 দোলে গলায় বলাকার মালিকা।।