📘খেলে চঞ্চলা বরষা-বালিকা

 মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়

 দোলে গলায় বলাকার মালিকা।


📚আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;

 চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি


📒আসিবে তুমি জানি প্রিয়

 আনন্দে বনে বসন্ত এলো

 ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর।

 বনানতে পবন অশান্ত হল তাই

 কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর


📖তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,

 সে কি মোর অপরাধ?

 চাঁদেরে হেরিয়া কাঁদে

 চকোরিণী বলে না তো কিছু চাঁদ


📗সে দেশে যবে বাদল ঝরে

 কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,

 বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।


📗ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,

 আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-

 চৈতী-রাতের চাঁদনী।

 ঋতুর পরে ফিরবে ঋতু,

 সেদিন-হে মোর সোহাগ-ভীতু!

 চাইবে কেঁদে নীল নভো গা’য়,

 আমার মতন চোখ ভ’রে চায়

 যে-তারা তা’য় খুঁজবে-

 বুঝবে সেদিন বুঝবে!


📓নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না


📚চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে

 ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।


📘স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে

 জাগিয়া কেদে ডাকি দেবতায়

 প্রিয়তম প্রিয়তম প্রিয়তম।


📙তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন