দুই বন্ধুর FB প্রেম

 



                         দুই বন্ধুর FB প্রেম!


>> সাজু আর মজনু ভালো বন্ধু।

দুই বন্ধু কয়েক দিন পর দেখা।


 মজনুঃ তোর মোবাইল টা দেতো কিছু সেয়ার করি,।

 সাজুঃ এই নে।

 মজনুঃ কি রে তোর মোবাইলে মেসেঞ্জার কই।

 সাজুঃআনইনইনস্টল দিয়েছি।

 মজনুঃকেন?

 সাজুঃ মেসেঞ্জার তো না কথার,মারামারি।তবু ভালো লাগতো।

 যখন আমার খালার বান্ধবীর মেয়ের সাথে, চ্যাট করতাম।তুইতো জানোস আমার ফেসবুক প্রোফাইল পিক হলো এক জন খেলুয়ারের।ওরো পিক ছিল না।


 মজনুঃ জানি তো।

তা কি হয়ে ছিল।

 সাজুঃশুন তাহলে,। 

অনেক দিন মেসেঞ্জার এ চ্যাট করা পর,প্রেম হয়ে গিয়েছিল দুজনের,।


 কিন্তু একদিন,ওর প্রোফাইল পিকচার এ যখন, আমার খালার বান্ধবীর পিক, দেখলাম,তখন বললাম এটা কে, এটা তো আমি,,।


 তখনি সর্বনাশ হলো, লজ্জায় মেসেঞ্জার সহ ফেসবুক আনইনস্টল করেছি।কি করম মানুষ নিজের মেয়ের নাম দিয়ে ফেসবুক চালায়।পরে খবর নিয়ে শুনী তার মেয়ের তো মোবাইলি নেই,।


 বন্ধুদের সামনে চ্যাট করিছি,ওরা জানলে কি বলবে তাই,।আনইনস্টল দিছি রাগে।।


 ★★সাজু কিছুক্ষন চুপ করে থেকে মজনুকে বলল,তো আগের মোবাইল কই?

 মজলুঃ আর মোবাইল জান নিয়ে কোন মতে বাইচা আইছি।

 সাজুঃ কি হয়েছে বলতো শুনী '

 মজনুঃ তোর মতোই ফেসবুকে এক টা মেয়ের সাথে প্রেম হয়েছিল, সেখান থেকে মোবাইল এ কথা বাতা, টাকা রিচাজ কইরা দেই,একদিন বললাম চলো এক দিন দেখা করি,মেয়েটি বলল হ্যা, বললাম কোথায়? বলল আমার বাড়ী,।

বললাম তোমার বাবা,। বলল বাবা ঢাকা গেছে। আমি বললাম কাল আসছি,। গিয়ে দেখি ভাইরে, ভাই, আমার থেকে কম করে হলেও দশ বছরের বড়, আর ইয়া মোটা।,

 সাজুঃ তুই জানলি কেমন করে যে এটা সেই মেয়ে, মজনুঃভাগ্য ভালো, সে সময় বড় ভাই নাম দরে ডাক ছিল,।কিভাবে যে দোরে আইছি মোবাইল কনে পরেছে কিছুই জানিনা।

 সাজুঃ কোন পিক ছিল না,? মজনুঃ ছিলতো, দেখাইতাছি,। এই যে এটা। সাজুঃ এটাতো ভারতের নায়িকা কয়েল মল্লিক,। মজনুঃ তাই তো মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। সাজুঃ তুই তো দেখি আমার চাইতেও বোকা,।।  

Post a Comment

0 Comments