💗 ভালবাসার না বলা কথা💜
★★→সকাল বেলা ঘুম থেকে উঠেই আকাশ ওই এখনো কি করছিস যাবি না নকি তোর কি মনে নাই।আজ আমাদের কোথাই যাবার কথা।তুই কখন যাবি।আকাশ আমার বাল্য বন্ধু। স্কুল লাইফ থেকেই আমরা একসাথে পড়াশোনা করে আসছি।আজ ওর সাথে পার্কে বেড়াতে যাওয়র কথা ছিলো।
:-তোর দ্বারা কোন কিছু হবি নাহ(আকাশ)
:-কানো আমি আবার কি করলাম রে বাবা??(আমি)
:-না তুমি কি কিছু করো(আকাশ)
:-আরে আমার সব মনে আছে রে দোস্ত(আমি)
:- আরে তুই এখন ঘড়িটার দিকে একবার তাকা(আকাশ)
:-আরে ঘুম না ভাঙলে কি আমার দোস হুম(আমি)
:- তুই থাক তোর ঘুম নিয়ে আমি যাচ্ছি(আকাশ)
:-দোস্ত তুই আমার ঘরে বস আমি দশ মিনিটের ভিতর ফ্রেস হয়ে আসছি(আমি)
:-আচ্ছা তুই বেশি কথা বলিস নাহ তো এখন যা(আকাশ)
,,,,,,,,,,,, কিছুক্ষন পর,,,,,,,,,,
আমি আর আকাশ যাচ্ছিলাম পর্কে যওয়ার উদ্দেশ্যে।ও আমার সাথে ওর গফ এর কথা বলছিলো।আমি সব শুনছিলাম কারন আমার তোহ আর গফ নাই।আসলে সত্যি বলতে বফ গফ নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই।হাই স্কুল কলেলেজ থেকেই এই ব্যাপারে আমি তৎপর নাহ।কারন এইসব বিষয় আমি বুঝার চেষ্টা করিনি।আকাশ বুঝতে চেয়েছিলো আর সম্পর্কে জড়িয়ে পড়ল।
যাই হোক আমরা পার্কে চলে এসেছি আজ দুইজন একটু ঘুরতেই এসেছি সখের বসে।সকাল সকাল নয় তবে মধ্যনের সময়।পর্কে ঢুকেই দেখি অনেক লোকাহল অবস্থা সবাই এই সমময়টাতেই আসলে বেড়াতে আসে।বিভিন্ন স্কুল কলেজ থেকে এসেছে বেড়াতে।আমি আর আকাশ টিকিট গ্রহন করে প্রবেশ কররলাম পার্কের ভিতরে চিড়িয়া খানায়।ভিতরটা দেখতে সুন্দর আরো ভালো লাগছে অনেক লোককে দেখে।ভালোই সময় পাস করলাম আমি আর আকাশ।
~~~~~~~দুপুরের খাবারটা আমি আর আকাশ পার্কের ক্যাননটিন এর ভিতরে সারলাম।দুপুরের পর আবার আমি আর আকাশ শুরু করলাম বেড়ানো।আমি আর আকাশ একসাথেই ছিলাম সব সময়।কিছুক্ষন পর।একটা ইয়াঙ মেয়ে পেছন থেকে ধাক্কা দিলো।আমি তো পুরো রেগে,,,,,,,,,,,,,,,,,,
:-পথ দেখে চলতে পারো নাহ(আমি)
:-সরি(মেয়েটি)
:-সব সময় তোমরা মেয়েরা নাহ সরি বলতে ভালোবাসো বুঝেছো(আমি)
:-আসলে ভাইয়া আমি বুজতে পারি নাই(মেয়েটি)
:-তোমার নাম কি/??(আমি)
:-সর্ণালি
:-ওহ নামটামটা তো ভালো বাসা কোথাই?????(আমি)
:-আচ্ছা ভাইয়া আপপনি আমার কাছে এতো কিছু জিজ্ঞস করছেন কেনো বলুন তহ(সর্নালি একটু রেগে)
:-ওই তুমি কিন্ত আমার ধাক্কা দিয়েছো আমি যদি তুমার ক্ষমা নাহ করি(আমি)
:-আচ্ছা ভাই আমু তো বলেছি সরি(সর্নালি)
:- তুমার বাসাটা বললে কি প্রবলেম(আমি)
:-আমি সাভারে ২৭ নাম্বার রোড এ ১৩ নাম্বার ফ্লাটে থাকি(সর্নালি)
:-ওওওওও(আমি)
:- আচ্ছা ভাইয়া আমি এখন যাই(সর্নালি)
:-ওকে কিনন্ত সবধানে পথ চলার চেষ্টা করবা!!!(আমি)
~~~~~~~~~~~~ আপনারা নিশ্চই ভাব ছেন আমি মেয়েটির কাছে এতো কিছু জিজ্ঞস করলাম কেনো।আমি মেয়েটিকে এক পলক দেখেই খুব ভালো বেসে ফেলেছি।মানে একটা ক্রাস খাওয়র মতো।আমি তাকে কিছু বলতে পারলাম না।আমি আকাশ কে বললাম দোস্ত তোর এলাকার পাশে ওর বাসা তুই একটিকটি খবর নিয়ে দেখিস দোস্ত।আমি মেয়োটিকে খুব লাইক করে ফেলেফেলেছি দোস্ত।আকাশ আমি সব বুঝেছি রে তোর কথা শুনে আমি সব বুঝছি।আচ্ছা চল এখন তো বাসাই চল নাকি।আমি আর আকাশ বাসার পথে রওনা হলাম।আমি সর্নালির কথাটাই ভাবছিলাম।
,,,,,,,,,,,,,দুই দিন পর,,,,,,,
আমি যেটা না দেখতে প্রস্স্তুত ছিলাম সর্নালি আামাদের ইউনিভর্সিটির গেটের সামনে আমি তোহ অবাক এটা আমি কি স্বপ্ন দেখছি না বাসৃতব।আকাশ আসলে তোর সাথে তোহ একটা কথা বলতেই ভুলে গেছি রে দোস্তডর্নলি আমাদের এখাখানে পড়ে ও প্রথম বর্ষ।আমি সর্নালিকে খুব ভালবাসতাম।আমি আাকাশ কে দিয়ে ওকে প্রপোজ করলাম।কিন্ত সর্নলি কোন সাড়া শব্দ দিলো নাহ। প্রপোজ করার পর আমি আর ভার্সিটিতে ওকে দেখতে পাই নি।আকাশ কে দিয়ে খবর নিলাম। বললো দোস্ত ও গ্রামে চলে গেছে।ওর বাবা মারা গেছে ও হয়তো আর কোনদিন আসবে নাহ।কিনতু।আজ ও আবেগ টা রয়ে গেলো।
0 Comments