💗 খালাত বোনের সাথে প্রেম💜


★★→--শান্ত শান্ত শান্ত,শান্ত,শান্ত,শান্ত,শান্ত(একনাগাড়ে ডেকে যাচ্ছে মিম আপু)-বিরক্ত করছ কেন? সকালে হলেও অন্তত ঘুমাতে দাও।--কি আমি তোরে বিরক্ত করি?দাড়া দেখাচ্ছি।এই বলে মিম আপু আমার কান ধরে সোজা ঘুম থেকে তুলে দিল।


 (প্রতিদিনই শান্তির ঘুম এইভাবেই নষ্ট হয় ) বাংলাদেশে আত্নিয় বলতে এই খালার বাসাই আছে।বাবা মা অস্ট্রেলিয়া থাকেন,কিন্তু আমার ওইখানে ভাল লাগে না,তাই গত ৪ বছর ধরে এইখানেই আছি।যদিও বাবা মা অনেক চেষ্টা করেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সব ভাবেই ব্যার্থ হলেন।


মিম আমার খালাতো বোন।আমার থেকে ৩ বছর ২ মাসের বড়। সারাদিন তার সাথে ঝগড়া লেগেই থাকে।কিন্তু তবুও তার ব্যাপারে কেমন যেন একটা অনুভূতি হয়।পরক্ষনেই চিন্তা করি কি ভাবছি এইসব?


 বাথরুমে ঢুক্লাম হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি, আবার কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না।চেতনা পেলাম মাথায় গুতা খেয়ে।


--কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মত ঘুমাচ্ছিস বেয়াদব?


 -কি আমি বেয়াদব?


 --তা নইতো কি?১০ মিনিট আগে তরে ঘুম থেকে তুলে গেলাম তুই এখনো ফ্রেশ হস নাই???


 -ঠিক আছে আমি বেয়াদব তো আমার সাথে কথা বলছ কেন?


 আপু কে রুম থেকে বের করে দিয়ে আমি রূম লক করে দিলাম।আর কোন রকমে ব্রাশ করে মুখ ধুয়ে বেল্কনিতে দাঁড়িয়ে থাকলাম।


 কিছুক্ষন পরে খেয়াল করলাম কেও একজন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। --অলে বাবা বাবুটা দেখি রাগ ও করতে জানে!!


 আমি চিন্তা করছি দরজা তো লক ছিল তাহলে আপু ঢুকল কি ভাবে?পরক্ষনেই খেয়াল হল আমার রুম আর স্টোর রুমে একটা লিঙ্কড দরজা আছে,অইটা দিয়েই মিম আপু ঢুকছে।


 -ছাড় আমি বাবু নই... --তাহলে তুই বেয়াদব। -না আমি বেয়াদব নই!!(উচ্চ স্বরে বল্লাম) --তাহলে তুই বাবু।।


 আমি আর কথা বাড়ালাম না।। --চল না ভিষন খিধে পেয়েছে। -তুমি এখনো নাস্তা কর নি? --তোকে ছাড়া কখনো খেয়েছি? -আচ্ছা ঠিক আছে।এখন ছাড় তো আমার অস্বস্থি লাগছে?


 --কি আমি জরিয়ে ধরলে তোর অস্বস্থি লাগে? -তুমি জান না মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরলে কেন অস্বস্থি লাগে?তাও আবার পিছন থেকে!!! --কি তলে তলে এত পেকে গেছিস,ফাজিল!!!!দাড়া আজ খালু ফোন করুক আমি যদি নালিষ না করছি তবে আমার নাম নয়।


 -ঠিক আছে তোমার নাম “নয়”।এখন চল আমার ও ভিষন খিধে পেয়েছে।


  নাস্তা করেই পড়তে বসছি কারণ মাস খানিক পরেই SSC পরিক্ষা। কিছুক্ষণ পরেই ডাক দিলাম মিম ফিজিক্স এর এই পড়াটা বুঝতেছি না।তাড়াতাড়ি আস। পিছনে ফিরেই দেখি মিম আপু তার চোখ গুলো ছোট ছোট করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।


 --এই পাজি তুই আমাকে কি ভাবে ডেকেছিস?


 -কিভাবে ডেকেছি?


 --তুই আমার নাম ধরে ডেকেছিস কেন?


 -তাতে কি হয়েছে?আল্লাহ কে সবাই নাম ধরে ডাকতে পারে আর তুমি তো মানুষ।


 --তুই তো দেখি সত্যিই বেয়াদব হইছস!!!(রাগে


 ফুলছে)


 -তুমি সবসময় বেয়াদব বেয়াদব কর কেন? -তো কি আপনাকে সালাম করব? --করবে!!!!?ধর।এই বলে আমি চেয়ার থেকে পা দুইটা তুলে দিলাম।


 -মিম আপু রাগে কটমট করতে করতে এসে দুই হাতে আমার দুই পা ধরে এক টানে চেয়ার থেকে ফেলে দিল।আর হনহন করে চলে যেতে লাগল।


 হাত টেবিলের উপরে ছিল বলে হঠাৎ টাল সামলাতে না পেরে মাথাটা সোজা ফ্লোরের উপরে পড়ল।........