💜 কালো মেয়েদের সাঁজ 💗


-কারণ সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে। -বউ, প্রেমিকা, গার্ল frnd সব কিছুতেই গায়ের রঙ সাদা হওয়া চাই নইলে বন্ধুমহলে নাকি সম্মান থাকবে না। 


যারা এতো বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল তাদেরকে কিছু প্রশ্ন করার ছিলো।


  * শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেটেছ?

  * কখনো কোন কালো মেয়ের চোখে তাকিয়ে বলেছ, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী?


  * কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছ?

  * সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারারাত জেগে অপেক্ষা করেছ?

  * কখনো কোন কালো মেয়েকে বলেছ, নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগবে? 


 * কখনো কোন কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ? - বিয়ের সময় মা বাবাকে কেউ বলেছ, আমার জন্য একটা শ্যামবরণ প্রতিমা এনে দিও। - যার রূপের আলো না থাক মনের আলো দিয়ে আমার সংসারটা আলো করবে।


  বলেছ কখনো? -১০০ এর মধ্যে ৯৯.৯৯ ভাগ ছেলেদের উত্তরই হবে না -কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোন কাব্য, মহাকাব্য রচনা হয় না। তারা কোন গল্পের নায়িকা হয় না। - তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্নদেখায় না।  


তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় মেইকি, মিথ্যে। তা না হলে তো বন্ধুদের সামনে নিজের সম্মান থাকবে না। 


তবে কেন আটা ময়দার এতো বদনাম? -কেন তাহলে সাজতে হয় সেই কুৎসিত কদাকার রমণি কে? -সাজতে আসলে তাকে বাধ্য করে কে? তাই কাউকে অপমান বা কষ্ট দেয়ার আগে একটু ভেবে দেখো, কোন না কোন ভাবে তুমি নিজে দায়ী নওতো?


   আমি অসুন্দর, সে কি আমার দোষ? -তাহলে তো নিজেকে আমি নিক্ষুত ভাবে সৃষ্টি করতাম অথচ এই বোকামানুষগুলো বোঝে না, সৌন্দর্য, সে তো মরিচিকা -একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে তোমাদের আশেপাশে।