আনন্দের মুহূর্ত গুলো
এক ব্যক্তি কয়েকজন ব্যক্তির সামনে একটি মজার কৌতুক বললেন। এটা শুনে সবাই পাগলের মত হাসতে লাগলেন। কিছুক্ষণ পর ঐ ব্যাক্তিটি সেই একই কৌতুক আবার বলতে লাগলেন। এইবার কেউ কেউ হাসল, বাকিদের হাসি পেল না।
এরপর সেই ব্যক্তি আবার সেই একই কৌতুক বার বার বলতে লাগলেন। অবস্থা এমন হল যে বার বার একই কৌতুক শুনে হাসার মত কেউ থাকল না।
এবার ব্যক্তিটি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, একটা ব্যাপার খেয়াল করেছ, তোমরা একই কৌতুক বার বার শুনে হাসতে পার না। অথচ জীবনে পাওয়া কোন কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাক।
কষ্টকে ভুলে গিয়ে আনন্দের মুহূর্ত গুলো বার বার স্মরণ করা উচিত। দুঃখ পুষে মনের জঞ্জাল শুধু বাড়ে আর আনন্দে মনে সুখের হাতছানি দেয়।
0 Comments